ইরানের হামলায় ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত

ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: এএফপি
ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: এএফপি

আজ চতুর্থ দিনে গড়িয়েছে ইসরায়েল-ইরানের সংঘাত। ইসরায়েলের বিমানহামলায় ইরান বড় আকারে ক্ষতির শিকার হলেও ধীরে ধীরে দেশটি ঘুরে দাঁড়াচ্ছে। ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের স্থানীয় বিদ্যুৎ গ্রিড।

ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন জানায়, ইরানের হামলার জেরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। যার ফলে যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এই নিরাপত্তা ঝুঁকি দূর করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি অবকাঠামো মেরামত ও বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ আবারও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করে সংস্থাটি।

গত শুক্রবার ইরানের পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ বন্ধের উদ্দেশে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান। গত চার দিনে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে।

ইসরায়েলের দুই শতাধিক যুদ্ধবিমান ইরানের 'পরমাণু ও ক্ষেপণাস্ত্র' স্থাপনায় আঘাত হানে।

হামলা শুরুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত হামলা 'অত্যন্ত সফল' হয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, চার দিনের সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩। আহত হয়েছেন শতাধিক মানুষ।

অপরদিকে, ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। আহত হয়েছেন আরও এক হাজার ২০০ জন।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

4h ago