ইসরায়েলে একাধিক ওয়ারহেডের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলের আশদুদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: ড্যাশক্যাম ভিডিও

ইসরায়েলের ওপর সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রথমবারের মতো 'খাইবার' নামে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, 'দখলদার ইহুদিবাদী সরকারের অব্যাহত আগ্রাসনের' জবাবে এই হামলা চালানো হয়েছে। অভিযানে স্মার্ট ড্রোনের পাশাপাশি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, 'এই অভিযানে প্রথমবারের মতো খাইবার মাল্টিপল-ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি আরও নিখুঁত, ধ্বংসাত্মক এবং কার্যকরভাবে আঘাত হানার জন্য চমৎকার কৌশল ব্যবহার করে।'

ইরনা জানিয়েছে, এই সমন্বিত হামলায় 'দখলকৃত অঞ্চলের উত্তর থেকে দক্ষিণ এবং ইহুদিবাদী সরকারের কেন্দ্রস্থল পর্যন্ত' বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলজুড়ে সাইরেন ও ক্ষয়ক্ষতি

সোমবার সকালে ইরানের এই হামলার জেরে ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন বেজে ওঠে। লেবানন ও গাজা সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ৪০ মিনিটের মধ্যে ইরান থেকে চার দফায় ছয় বা সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলে একটি 'কৌশলগত অবকাঠামোর' কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ওই অঞ্চলের বেশ কয়েকটি শহরে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর প্রায় এক ঘণ্টা পর উত্তর ইসরায়েলে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা আকাশে প্রতিহত করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। এই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago