জাপান ও দ. কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের

জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প দুটি চিঠি পোস্ট করেছেন। যেগুলো জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের তিনি পাঠিয়েছিলেন।
তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র জাপানের ওপর ২৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
চিঠির ভাষা প্রায় কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
Comments