রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার ফাইটার জেট রাজস্থানের চুরু জেলার কাছে বিধ্বস্ত হয়েছে।
আজ বুধবার দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি সুরতগড় ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয় বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন রাজলদেশ্বর কমলেশ নামের এক কর্মকর্তা।
পিটিআইকে তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে মানুব অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিমানটির পাইলট মারা গেছেন।
কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
চলতি বছর এটি জাগুয়ার ফাইটার জেটের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে এপ্রিলে গুজরাটে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
Comments