ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি সোমবার রাতে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাতে উল্লেখ করেছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

'স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি,' রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে উল্লেখ করেন ধনখড়।

৭৪ বছর বয়সী ধানখড় ২০২২ সালের আগস্টে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Drive underway in Demra to recover Sada Pathor looted from Bholaganj

Rab claims to have found Bholaganj’s white stone stored in seven warehouses

2h ago