আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা আছে: অমর্ত্য সেন

ভারতে যারা বাংলায় কথা বলেন তাদের বিরুদ্ধে 'ভাষাগত অসহিষ্ণুতা' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, বাংলাভাষীদের অনেককেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরই রসিকতা করে অমর্ত্য সেন বলেন, তাকেও ঢাকায় ফেরত পাঠিয়ে দেওয়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ তার পৈতৃক ভিটা ঢাকায়।
শান্তিনিকেতনে জন্ম নেওয়া অমর্ত্য সেন বলেন, 'আমাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে, কারণ আমার পৈতৃক ভিটা ঢাকায়। আর তাতে আমার খুব বেশি আপত্তিও নেই।'
গতকাল শুক্রবার কলকাতায় ৯১ বছর বয়সী এই নোবেলজয়ী তরুণদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
অমর্ত্য সেন আরও বলেন, 'আমি খবরের কাগজে দেখলাম, বাংলায় কথা বলার জন্য একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাকে কিছুটা উদ্বিগ্ন করেছে।'
বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঙালি ও পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়কেই সম্মান দিতে হবে।
তিনি অভিযোগ করেন, পেশাগত জায়গাতেও বাংলাভাষীরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। সেখানে তাদেরকে অসম্মানিত হতে হচ্ছে।
এই অর্থনীতিবিদ বলেন, 'আমি দাবি করছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, কিন্তু আমাদের অবশ্যই বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরতে হবে। বাঙালি সংস্কৃতির প্রতি অবশ্যই সম্মান থাকতে হবে। তা না হলে প্রতিবাদ হওয়া দরকার।'
Comments