রাজধানীতে ২ দিনব্যাপী ‘ইন্ডিজেনাস ফুড ফেস্টিভ্যাল’

আজ শুক্রবার সকালে মিরপুর ১৩ ‘বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।
ইন্ডিজেনাস ফুড ফেস্টিভ্যাল
ইন্ডিজেনাস ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানী ঢাকায় দ্বিতীয় 'ইন্ডিজেনাস ফুড ফেস্টিভ্যাল' শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে মিরপুর ১৩ 'বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল এন্ড কলেজ' প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম আইপিনিউজ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে আগামীকাল শনিবার পর্যন্ত চলবে এ উৎসব।

এ আয়োজনে বিভিন্ন নৃ-গোষ্ঠীর নিজস্ব খাবার ও জুমে উৎপাদিত অর্গানিক পণ্যের প্রদর্শন করবেন বিভিন্ন জাতিগোষ্ঠীর উদ্যোক্তারা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন। 

শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন 'বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের' চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station reopens

Mirpur-10 metro station resumed operations this morning, almost three months after it was vandalised and consequently shut down in July

28m ago