অক্টোবরে আসছে লোয়েনস্টাইনের ‘দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি’র অনুবাদ

ছবি: সংগৃহীত

খ্যাতিমান অস্ট্রেলীয় সাংবাদিক অ্যান্টনি লোয়েনস্টাইনের বিশ্বজুড়ে আলোচিত বই 'দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি' এবার আসছে বাংলা ভাষায়।

আগামী ২৫ অক্টোবর অ্যানভিল পাবলিকেশনস বইটির বাংলা সংস্করণ প্রকাশ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বইটির অনুবাদ করেছেন বাধন অধিকারী, সাঈদ হাসান, তাসনিয়া ইসলাম, মুস্তাকিম বিল্লাহ মাসুম ও জাহিদুল ইসলাম জন। ইতোমধ্যে বহু ভাষায় অনূদিত বেস্টসেলার এ বইটি এবার বাংলাভাষী পাঠকদের হাতে পৌঁছাবে একটি নির্ভরযোগ্য ও স্বত্বাধিকার-সংরক্ষিত সংস্করণে।

বাংলা সংস্করণের জন্য আনভিল পাবলিকেশনস বইটির প্রকাশনা সংস্থা জাইটগাইস্ট এজেন্সির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে। বইটির নির্ধারিত মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। তবে ১ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করলে থাকছে বিশেষ ৩০ শতাংশ ছাড়, যা ফলে দাম হবে ৩৫০ টাকা।

দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইটিতে লোয়েনস্টাইন দেখিয়েছেন, কীভাবে ইসরায়েল দীর্ঘ দশক ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে নজরদারি ও সামরিক প্রযুক্তির পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। এই বইটিকে আপনি বলতে পারেন একটি বৈশ্বিক তদন্ত প্রতিবেদন, যেখানে উন্মোচিত গোপন নথি, সাক্ষাৎকার আর সরেজমিন প্রতিবেদনের ওপর ভিত্তি করে লেখক দেখান, ২১ শতকে ক্রমবর্ধমান গোষ্ঠী জাতীয়তাবাদের (এথনো ন্যাশনালিজম) পরিসরে কীভাবে ইসরায়েল একইসঙ্গে স্বৈরাচার ও সাম্রাজ্যবাদীদের দখলদারি ও নিয়ন্ত্রণের বন্দোবস্ত পাকাপোক্ত করার প্রযুক্তি সরবরাহ করছে। নজরদারি পুঁজিবাদের এই নয়া দখলদারিত্বের জামানায় গুপ্তচরবৃত্তির প্রযুক্তি সরবরাহের বিনিময়ে কীভাবে ইসরায়েল দুনিয়াজুড়ে সম্পর্ক স্বাভাবিকীকরণের কূটনীতি জারি রেখেছে; তাও জানা যাবে এই বই থেকে। সেই অর্থে এই বই জায়নবাদের বৈশ্বিক বিস্তৃতিরও ইশারা দেবে।

আনভিল পাবলিকেশনসের স্বত্বাধিকারী ও বইটির অনুবাদক বাধন অধিকারী বলেন, 'বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক বাস্তবতায় নজরদারি ও দমন-পীড়নমুক্ত স্বাধীন নাগরিক পরিসর এবং ইন্টারনেট দুনিয়ার প্রশ্নকে বুঝতে গেলে "ফিলিস্তিন ল্যাবরেটরি" প্রকল্পকে বুঝে নেওয়ার বিকল্প নেই। প্রায় এক বছর ধরে আমরা এই প্রকল্পে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করেছি। আমাদের লক্ষ্য ছিল অনুবাদটিকে যতটা সম্ভব সহজ, প্রাঞ্জল ও মূল বইয়ের প্রতি বিশ্বস্ত রাখা। পাঠকের সঙ্গে যদি এই বইয়ের সংযোগ ঘটে, সেটিই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।'

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has identified overseas assets worth nearly Tk 40,000 crore, accumulated with money laundered abroad from Bangladesh, according to the Chief Adviser’s Office.

1h ago