নৃত্যে প্রমা অবন্তী ও নাটকে কুন্তল বড়ুয়াকে পশ্চিমবঙ্গে সম্মাননা

ভারতের পশ্চিমবঙ্গে সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।

ভারতের পশ্চিমবঙ্গে সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।

বাংলাদেশে ওড়িশি নৃত্যের প্রচার ও প্রসারের জন্য প্রমা অবন্তী পেয়েছেন 'দীনেশ-রবীন্দ্র সম্মাননা-২০২২' পদক।

আর নাট্যকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নাট্য নির্দেশনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া 'হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক-২০২২' পদকে ভূষিত হয়েছেন।

আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সেন্টার গত মঙ্গলবার তাদের এই সম্মাননা দিয়েছে।

ময়মনসিংহ গীতিকার শতবর্ষ ও রবীন্দ্রনাথ ঠাকুর ও দীনেশচন্দ্র সেনের পত্রাবলীর শতবর্ষ উপলক্ষে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রথীন্দ্র মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত চলচ্চিত্রকার সন্দীপ রায়কেও সম্মাননা দেওয়া হয়।

এছাড়া কবিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, উজবেকিস্তান, ইরাক ও রাশিয়ার ৬ জন কবি ও সংস্কৃতিকর্মীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের সাবেক বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। সভাপতিত্ব করেন ইসিসিআরের সভাপতি অধ্যাপক শান্তিনাথ চট্টোপাধ্যায়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হীরালাল সেন ও দীনেশচন্দ্র সেনের বংশের উত্তরাধিকারিণী দেবকন্যা সেন।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

2h ago