প্রকাশিত হয়েছে সাহিত্যের  বিশেষ ছাপা পত্রিকা ‘তর্ক’

অনলাইন সাহিত্য জার্নাল তর্ক বাংলার বিশেষ ছাপা পত্রিকা 'তর্ক' প্রকাশিত হয়েছে। এটি দ্বিতীয় বর্ষের , প্রথম সংখ্যা। বিষয় বৈচিত্র্য সম্বৃদ্ধ সংখ্যাটিতে রয়েছে অপ্রকাশিত চিঠি- সাক্ষাৎকার, বিদেশি সাক্ষাৎকার, প্রবন্ধ, দর্শন, অনুবাদ প্রবন্ধ, কবিতা, গল্প ও স্থাপত্যকলা বিষয়ক লেখা। 

অনলাইন সাহিত্য জার্নাল তর্ক বাংলার বিশেষ ছাপা পত্রিকা 'তর্ক' প্রকাশিত হয়েছে। এটি দ্বিতীয় বর্ষের , প্রথম সংখ্যা। বিষয় বৈচিত্র্য সম্বৃদ্ধ সংখ্যাটিতে রয়েছে অপ্রকাশিত চিঠি- সাক্ষাৎকার, বিদেশি সাক্ষাৎকার, প্রবন্ধ, দর্শন, অনুবাদ প্রবন্ধ, কবিতা, গল্প ও স্থাপত্যকলা বিষয়ক লেখা। 

প্রকাশিত হয়েছে প্রখ্যাত বুদ্ধিজীবী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন এবং সদ্যপ্রয়াত লেখক ও গবেষক আকবর আলি খানের দুর্লভ সাক্ষাৎকার। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের অপ্রকাশিত ৫টি চিঠি। রয়েছে নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের সঙ্গে মুখোমুখি যুগলবন্দি সাক্ষাৎকার। সম্পাদক ও লেখক মতিউর রহমান এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সাক্ষাৎকার। 

ছাপা হয়েছে সমকালীন কিংবদন্তি জাপানি ছাপচিত্র শিল্পী ও অধ্যাপক তেতসুয়া নোদা এবং গ্রিসের কবি, অনুবাদক ও প্রাবন্ধিক সতিরিয়স পাস্তাকাসের সাক্ষাৎকার। ভাষা বিষয়ক প্রবন্ধ লিখেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান ও কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম। রয়েছে ইতালিয়ান সমকালীন দার্শনিক জর্জিও আগামবেনের দর্শন বিষয়ক লেখা ও নাইজেরিয়ার প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক চিনুয়া আচেবের ভাষা বিষয়ক প্রবন্ধ।

কবিতা লিখেছেন ফরহাদ মজহার, ওমর কায়সার, মিনার মনসুর ও আহমেদ নকীব। গল্প লিখেছেন বাদল সৈয়দ, মশিউল আলম, শাহনাজ মুন্নী ও মাহবুব মোর্শেদ। স্থাপত্যকলা নিয়ে লিখেছেন লায়লা ফারজানা। পত্রিকাটি সম্পাদনা করেছেন সাখাওয়াত টিপু। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ২৮৮ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। এটি পাওয়া যাচ্ছে সারাদেশের অভিজাত বইয়ের দোকানে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago