জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী

অধ্যাপক রফিকুল ইসলাম। ছবি: স্টার

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সাবেক সভাপতি রফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি গত বছর ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৩৪ সালের ১ জানুয়ারি চাঁদপুরের জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন।

রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন। গবেষণা করেছেন আবুল মনসুর আহমদকে নিয়ে। তার সম্পাদনায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ৩ খণ্ডে আবুল মনসুর আহমদ রচনাবলী। চতুর্থ খণ্ড প্রকাশিতব্য। ২০২০ সালে মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদান রাখায় তাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' দেওয়া হয়।

ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা রফিকুল ইসলাম সেই সময়ের দুর্লভ আলোকচিত্র ধারণ করছিলেন। তিনি অন্তত ৩০টি গ্রন্থের রচয়িতা। সাহিত্য ও গবেষণার জন্য পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেখাপড়া করেন। ভাষাতত্ত্বে উচ্চতর প্রশিক্ষণ নেন ও গবেষণা সম্পাদনা করেন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়, মিনেসোটা বিশ্ববিদ্যালয়, মিশিগান-অ্যান আরবর বিশ্ববিদ্যালয় এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইস্ট ওয়েস্ট সেন্টারে।

রফিকুল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্যের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম। ২০২১ সালের ১৮ মে সরকার তাকে ৩ বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেয়।

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

1h ago