লিটল ম্যাগ ‘ক্রান্তি’র মোড়ক উন্মোচন কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে আগামীকাল রোববার 'কর্তৃত্ববাদ বিরোধী' ছোটকাগজ 'ক্রান্তি'র মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
'লিটলম্যাগ এবং আমাদের সময়' শিরোনামে এই আলোচনা সভায় আলোচক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজের পরিচালক অধ্যাপক মাসউদ আখতার, ক্রান্তির সম্পাদক সাকলাইন গৌরব ও ক্রান্তির সম্পাদক তারেক শাহরিয়ার।
আগামীকাল বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৪৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা ও মোড়ক উন্মোচন।
ক্রান্তিকে একটি 'কর্তৃত্ববাদ বিরোধী ছোটকাগজ' আখ্যা দিয়ে এর সম্পাদক সাকলাইন গৌরব জানান, তক্ষশীলা পাঠচক্রের আয়োজনে এ অনুষ্ঠান হতে যাচ্ছে।
Comments