চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন

জিয়াং জেমিন
জিয়াং জেমিন। রয়টার্স ফাইল ফটো

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন ৯৬ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াং জেমিন বুধবার দুপুরের পরে তার নিজের শহর সাংহাইতে মারা যান। লিউকেমিয়া এবং একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি, সংসদ, মন্ত্রিসভা এবং সামরিক বাহিনী চীনা জনগণের জন্য একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের পার্টি, সামরিক বাহিনী ও সব জাতি গোষ্ঠীর জন্য অপূরণীয় ক্ষতি।

চীন যখন করোনা বিধিনিষেধে নিয়ে বিক্ষোভ হচ্ছে ঠিক তখন এই নেতার মৃত্যু হলো।

চীনের সামাজিকমাধ্যম ওয়েইবো প্লাটফর্মের অসংখ্য ব্যবহারকারী জিয়াংয়ের মৃত্যুকে একটি যুগের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। যিনি অবসর গ্রহণের পরেও প্রভাবশালী ছিলেন।

পিপলস ডেইলি এবং সিনহুয়াসহ চীনের রাষ্ট্রীয় মিডিয়ার অনলাইনে শোক প্রকাশ করা হচ্ছে।

বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রিয় কমরেড জিয়াং জেমিন উচ্চ মর্যাদার একজন অসামান্য নেতা, মহান মার্কসবাদী, রাষ্ট্রনায়ক, সামরিক কৌশলবিদ, কূটনীতিক ও দীর্ঘ-পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা।

জিয়াং জেমিন ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সাল থেকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে চীনের শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন এবং ২০০২ সালে হু-এর কাছে এই পদ হস্তান্তর করেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia skips rally due to illness

Khaleda to return home from London on May 5

BNP Chairperson Khaleda Zia will return home on Monday after her medical check-up in London.

3h ago