এনডিটিভি কিনে নিচ্ছে আদানি গ্রুপ

ভারতের এনডিটিভি কিনতে চলেছে আদানি গ্রুপ। এর ফলে খবরের চ্যানলটির নিয়ন্ত্রণ যাবে দেশটির অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল) এর হাতে।

গৌতম আদানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে বিশ্বাস করা হয়। 

প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এএমএনএল। এর পর আরও ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা। এর মাধ্যমে চ্যানেলটির বেশিরভাগ শেয়ারের মালিকানা পাবে আদানি গ্রুপ। এতে তাদের খরচ হবে ৬১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (৪ দশমিক ৯৩ বিলিয়ন রুপি)।

ভারতে সবচেয়ে জনপ্রিয় খবরের চ্যানেলগুলোর মধ্যে এনডিটিভি অন্যতম।

হিন্দুস্তান টাইমস জানায়, আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএনের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। তার ফলে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডের হাতে আরআরপিআর এর মালিকানা চলে এসেছে।

বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো এনডিটিভি ২৪*৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট।

এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশিরভাগ শেয়ার কিনেছে আদানি গ্রুপ।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago