ভারত

বিজেপির প্রতি আস্থা কমায় গুজরাটে ভোট কম পড়েছে: আম আদমি পার্টি

গুজরাটের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে ৬২ দশমিক ৮ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ৪ শতাংশ কম।
গুজরাটে বিধানসভা নির্বাচন : বিজেপির প্রতি আস্থা কমায় গুজরাটে ভোট কম পড়েছে: আম আদমি পার্টি
ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটারের উপস্থিতি গতবারের তুলনায় প্রায় ৪ শতাংশ কম ছিল। ছবি: রয়টার্স

গুজরাটের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে ৬২ দশমিক ৮ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ৪ শতাংশ কম।

গতকাল বৃহস্পতিবার ১৮২ আসনের বিধানসভার ৮৯ আসনে নির্বাচন হয়।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটের বিধানসভার প্রথম দফা নির্বাচনে ৬২ দশমিক ৮ শতাংশ।

এতে আরও বলা হয়, ২০১৭ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৬৭ শতাংশ।

আগামী ৫ ডিসেম্বর রাজ্যে দ্বিতীয় ও শেষ দফায় বাকি ৯৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটের ফল জানা যাবে আগামী ৮ ডিসেম্বর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৯৫ সাল থেকে বিজেপি গুজরাটে ক্ষমতায় আছে। পরপর সপ্তমবারের জন্য আবার ক্ষমতায় আসবে বলে দলটি আশা করছে।

প্রতিবেদন অনুসারে, এতদিন রাজ্যের ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস। এবার বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে।

গুজরাটে আম আদমি পার্টির প্রচারণা শাখার প্রধান ও রাজ্যসভার সদস্য রাঘব চন্দ্র গণমাধ্যমকে বলেন, 'যারা এতদিন বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের অনেকেই দলটির ওপর আস্থা হারিয়েছেন। ভোটারের কম উপস্থিতিই এর প্রমাণ।'

তিনি আরও বলেন, 'কংগ্রেস এখন আর প্রতিদ্বন্দ্বিতায় নেই। তারা এনজিওতে পরিণত হয়েছে।'

Comments

The Daily Star  | English

Dhaka denounces US 2023 human rights report

Criticising the recently released US State Department's 2023 Human Rights Report, the foreign ministry today said it is apparent that the report mostly relies on assumptions and unsubstantiated allegations

16m ago