ভারত

ভারতের কানপুরে একই পরিবারের ৫ ‘বাংলাদেশি’ গ্রেপ্তার

ভুয়া পাসপোর্ট বহনের অভিযোগে এক ‘বাংলাদেশিকে’ স্ত্রী, ২ ছেলে ও বাবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের পুলিশ।
ভারতে বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভুয়া পাসপোর্ট বহনের অভিযোগে এক 'বাংলাদেশিকে' স্ত্রী, ২ ছেলে ও বাবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের পুলিশ।

গতকাল রোববার তাদেরকে কানপুরের মেসটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রিজওয়ান মোহাম্মদ (৫৩), তার স্ত্রী হিনা খালিদা, তাদের ২ ছেলে ও রিজওয়ানের বাবা খালিদ মজিদ (৭৯)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫টি ভুয়া আধার কার্ড, ১১টি ভারতীয় ও বাংলাদেশি ভুয়া পাসপোর্ট, শিক্ষা সনদ, ১ হাজার মার্কিন ডলার, স্বর্ণালঙ্কার ও ১৪ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি বাংলাদেশের খুলনায় উল্লেখ করে পুলিশ আরও জানায়, তারা 'ভারতীয়' হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।

কানপুর পুলিশের জয়েন্ট কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি বলেন, 'তাদের সনদগুলোয় যে স্বাক্ষর আছে তা যাচাই করে দেখা হবে।'

তিনি আরও বলেন, 'রেজওয়ান জানিয়েছেন যে—তিনি ১৯৯৬ সালে ভ্রমণ ভিসায় ভারতে এসেছিলেন। ২ বছর পর দিল্লিতে হিনা খালিদকে বিয়ে করেন। হিনা ও তাদের ২ ছেলে অবৈধভাবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশি পাসপোর্ট যোগাড় করে আবার ভারতে ফিরে আসেন।'

Comments

The Daily Star  | English

Exporters cheer weaker taka

Owing to a chaotic and volatile exchange rate, local exporters were desperate for the introduction of a floating exchange rate so they could draw more money and be more competitive.

1h ago