আবারও বিদেশিদের জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করছে ভারত

যেসব দেশে সংক্রমণ বেশি সেসব দেশের যাত্রীদের জন্য আবারও করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে ভারত।
ভারতের করোনার ভ্রমণবিধি
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা লাগেজ নিয়ে অপেক্ষা করছেন। ২২ ডিসেম্বর, ২০২২। ছবি: রয়টার্স

যেসব দেশে সংক্রমণ বেশি সেসব দেশের যাত্রীদের জন্য আবারও করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে ভারত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার নিউজএক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেশি এমন দেশ চিহ্নিত করা হবে। সেখান থেকে যারা ভারতে আসবেন তাদের (কোভিড-১৯) আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। তারপর আসতে হবে।

তিনি বলেন, যাত্রীদের একটি সরকারি ওয়েবসাইটে তাদের করোনার প্রতিবেদন আপলোড করতে হবে এবং ভারতের নামার সময় থার্মাল স্ক্রিনিং করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ভারত সরকার বিভিন্ন রাজ্যে নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছিল। একইসঙ্গে চীন ও বিশ্বের অন্যান্য অংশে করোনার সংক্রমণ বাড়ার কথা উল্লেখ করে সবাইকে মাস্ক পরার আহ্বান জানায়।

Comments