পাঁচতারকা হোটেলে ২৩ লাখ রুপি বিল না দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্মকর্তা পরিচয় দিয়ে ভারতের দিল্লির পাঁচতারকা হোটেলে ২৩ লাখ রুপি বিল বকেয়া রেখে পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহম্মদ শরিফ। ছবি: এনডিটিভি

সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্মকর্তা পরিচয় দিয়ে ভারতের দিল্লির পাঁচতারকা হোটেলে ২৩ লাখ রুপি বিল বকেয়া রেখে পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, অভিযুক্ত ৪১ বছর বয়সী মোহম্মদ শরিফ কর্ণাটকের দক্ষিণ কন্নড়ের বাসিন্দা। একটি জাল বিজনেস কার্ড দেখিয়ে গত বছরের প্রায় ৩ মাস তিনি দ্য লীলা প্যালেস হোটেলে অবস্থান করেছিলেন।

সেসময় ২৩ লাখ ৪৬ হাজার ৪১৩ রুপি বিল পরিশোধ না করেই হোটেলের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

এ ঘটনার পর গত ১৪ জানুয়ারি হোটেলের ম্যানেজার অনুপম দাস গুপ্তের অভিযোগ এফআইআর হিসেবে নথিভুক্ত করে দিল্লির সরোজিনী নগর থানা পুলিশ।

অভিযোগে অনুপম দাস গুপ্ত জানান, মোহম্মদ শরিফ গত বছরের পহেলা আগস্ট থেকে দ্য লীলা প্যালেস হোটেলে অবস্থান করেছিলেন। পরে ২০ নভেম্বর তিনি বকেয়া বিল পরিশোধ না করেই হোটেলের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

শরিফকে গত ১৯ জানুয়ারি দক্ষিণ কন্নড় থেকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, একটি জাল বিজনেস কার্ড দেখিয়ে ওই হোটেলে প্রবেশের পর শরিফ সংযুক্ত আরব আমিরাত সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা (শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের অফিস) হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিলেন।

এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

Comments