চীনের ২০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: তাইওয়ান

তাইওয়ান প্রণালীতে চীনের নজিরবিহীন সামরিক মহড়ার দ্বিতীয় দিনে আজ শুক্রবার পরাশক্তি দেশটির ‘বেশ কয়েকটি’ যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান তাইওয়ানের ‘সীমানা’ অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে স্বঘোষিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ছবি: রয়টার্স

তাইওয়ান প্রণালীতে চীনের নজিরবিহীন সামরিক মহড়ার দ্বিতীয় দিনে আজ শুক্রবার পরাশক্তি দেশটির 'বেশ কয়েকটি' যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান তাইওয়ানের 'সীমানা' অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে স্বঘোষিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের সংশ্লিষ্ট এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে—আজ সকালে চীনের প্রায় ২০টি যুদ্ধবিমান কিছুক্ষণের জন্য তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছিল।

সেই সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, চীনের প্রায় ১০টি যুদ্ধজাহাজ তাইওয়ানের সমুদ্রসীমায় ঢুকেছিল।

সূত্র জানায়, তাইওয়ানের নৌবাহিনীর জাহাজ চীনের নৌবাহিনীর কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

Comments

The Daily Star  | English

Beginning of partial operation of Patenga Container Terminal to face delay 

The beginning of partial operation of the newly built Patenga Container Terminal (PCT) is going to face delay as some required procedures, including the import of equipment and securing of legal clearances, are yet to be completed.

23m ago