দক্ষিণের সমুদ্রসীমায় ৮০ গোলা ছুড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমায় কামানের ৮০ গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এমন আচরণে সিউলের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।
দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য টেলিভিশনে দেখছেন দক্ষিণ কোরিয়ার মানুষ। ছবি: রয়টার্স ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমায় কামানের ৮০ গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এমন আচরণে সিউলের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া গতকাল মধ্যরাত থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমায় কামানের অন্তত ৮০ গোলা ছুড়েছে।

এতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ২ মিত্র দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের আন্তঃকোরীয় চুক্তি লঙ্ঘন করে উত্তর কোরিয়া সাগরে কামানের অন্তত ৮০ গোলা ছুড়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, গোলা ছোড়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংকে সতর্ক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া 'ব্যালিস্টিক'সহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ায় সিউল ও ওয়াশিংটন আকাশ প্রতিরক্ষায় মহড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই মহড়া পিয়ংইয়ংকে ক্ষিপ্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে—যুক্তরাষ্ট্র মনে করে, চীন ও রাশিয়া পিয়ংইয়ংকে সম্ভাব্য পরমাণু বোমা পরীক্ষা থেকে ফেরাতে পারে।

কূটনীতিকরা বলেছেন, ওয়াশিংটন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার উত্তর কোরিয়া নিয়ে আলোচনার অনুরোধ জানিয়েছে।

Comments

The Daily Star  | English
The death of two siblings in Dhaka

Are we aware of aluminium phosphide poisoning?

The fact that two children would have to die in the “safety” of their own home just because a pest control agency did not do its job properly is inconceivable.

2d ago