রাজনৈতিক নয়, সামরিক ব্যর্থতায় পূর্ব পাকিস্তান হাতছাড়া হয়েছিল: বিলওয়াল ভুট্টো

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হওয়ার কারণ 'রাজনৈতিক ব্যর্থতা' বলার এক সপ্তাহ পর তা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। বিলওয়ালের মতে, এর কারণ 'সামরিক ব্যর্থতা'।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ১ ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান হাতছাড়া হওয়ার কারণ 'রাজনৈতিক ব্যর্থতা' বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। কিন্তু, সেটি প্রত্যাখ্যান করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল বলেন, ঢাকা হাতছাড়া হওয়ার কারণ 'সামরিক ব্যর্থতা'। 'এই কারণেই তখন জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপির সামনে নানা ধরনের চ্যালেঞ্জ আসে।'
বিলওয়াল বলেন, 'জুলফিকার আলী ভু্ট্টো যখন সরকারের দায়িত্ব নেন, তখন মানুষ ইতোমধ্যে আশাহত হয়ে পড়েছিলেন। কিন্তু, তিনি জাতিকে পুনর্গঠিত করে জনগণের বিশ্বাস ফিরিয়ে আনেন এবং শেষ পর্যন্ত তিনি ৯০ হাজার সেনাকে দেশে ফিরিয়ে আনেন, যারা সামরিক ব্যর্থতার কারণে যুদ্ধবন্দি হয়েছিল। দেশে ফিরে ওই ৯০ হাজার সেনা তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়। আর এই সবকিছুই সম্ভব হয় আশা, ঐক্য ও অর্ন্তভুক্তিমূলক রাজনীতির কারণে।'
এর আগে, গত সপ্তাহে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, 'আমি রেকর্ড সংশোধন করতে চাই। প্রথমত, পূর্ব পাকিস্তান হাতছাড়া হওয়ার কারণ সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতা।'
Comments