কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে মৃত্যু ১০

থাইল্যান্ডের সীমান্তে কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।
পোইপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ছবি: এএফপি

থাইল্যান্ডের সীমান্তে কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।

কম্বোডিয়ার পুলিশ জানিয়েছে, পোইপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। ওই হোটেলে ৪০০ জন কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

ছবিতে দেখা গেছে, ভবনটিতে আগুনের লেলিহান শিখা। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। উদ্ধারকর্মীরা আটকা পড়া মানুষকে বের করে আনার চেষ্টা করছেন।

Comments