কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা আত্মঘাতী বোমা হামলায় তালেবান–সমর্থক ধর্মীয় নেতা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে শেইখ রহিমুল্লাহ হাক্কানি নামে একজন ধর্মীয় নেতা নিহত হয়েছেন। রহিমুল্লাহ হাক্কানি তালেবানকে সমর্থন করতেন এবং নারী শিক্ষার পক্ষে ছিলেন বলে বলা হয়েছে বিবিসির খবরে।
রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে একজন আততায়ী কৃত্রিম পায়ের ভেতরে বিস্ফোরক নিয়ে তার অফিসে গিয়ে এ বিস্ফোরণ ঘটান। রহিমুল্লাহকে লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটনা হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। যারা এর আগেও রহিমুল্লাহ হাক্কানিকে লক্ষ্য করে হামলা চালায়।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
তালেবান সমর্থক শেখ হাক্কানি ছিলেন জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএস-কে) একজন বিশিষ্ট সমালোচক। এটি মূলত আইএসের একটি আঞ্চলিক সহযোগী যারা আফগানিস্তানে কাজ করে এবং তালেবান শাসনের বিরোধিতা করে।
গত বছর তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগনিস্তানে নিহত হওয়া সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বদের একজন তিনি।
এ বিষয়ে একজন সিনিয়র তালেবান কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, 'এটি আফগানিস্তানের ইসলামিক এমিরেটের জন্য একটি খুব বড় ক্ষতি।' হামলার পিছনে কারা কর্তৃপক্ষ তা তদন্ত করছে।
Comments