আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১৮

আফগানিস্তান বিস্ফোরণ
হেরাতের মসজিদে বোমা বিস্ফোরণের পর তালেবানরা সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে। ছবি: এএফপি

পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে একটি মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, আজ শুক্রবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আফগান কর্তৃপক্ষ এটিকে হামলা বলে উল্লেখ করছে।   

হামলায় তালেবানপন্থী 'হাই-প্রোফাইল' ধর্মীয় নেতা মুজিব রহমান আনসারি নিহত হয়েছেন বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।  

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর রয়টার্সকে বলেছেন, 'এ ঘটনায় ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।'

হেরাতের পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি বলেন, 'মুজিব রহমান আনসারি  কয়েকজন রক্ষীসহ জুমার নামাজ পড়ার জন্য ওই মসজিদে যাওয়ার সময় এ হামলা হয়।'

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি টুইট বার্তায় আনসারির মৃত্যুতে 'গভীর সমবেদনা' প্রকাশ করেছেন।

'হামলাকারীদের শাস্তি দেওয়া হবে,' টুইটে বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Monsoon, depression over Bay: Thousands suffer in coastal districts

People suffered due to waterlogging in Cox's Bazar, Patuakhali, Feni, Bhola, Barishal, and Khulna

8h ago