পূর্ব লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিলো ভারত-চীন

কয়েক মাস আলোচনার পর অবশেষে পূর্ব লাদাখের গোগরা-হট স্প্রিংস এলাকা থেকে সেনা সরিয়ে নিতে একমত হয়েছে চীন ও ভারত। 
Ladakh border
লাদাখে ভারতীয় সেনা। ছবি: রয়টার্স ফাইল ফটো

কয়েক মাস আলোচনার পর অবশেষে পূর্ব লাদাখের গোগরা-হট স্প্রিংস এলাকা থেকে সেনা সরিয়ে নিতে একমত হয়েছে চীন ও ভারত। 

আজ বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ জুলাই ভারত ও চিনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের ১৬ তম রাউন্ডের বৈঠক হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দুই দেশই গোগরা-হটস্প্রিংস (পেট্রোলিং পয়েন্ট -১৫) থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার শুরু করেছে। 

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে এই সীমান্তে ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এদিকে এক সপ্তাহ পরেই উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

তার আগেই সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে একমত হলো দুই দেশ।  

ধারণা করা হচ্ছে, সম্মেলন শেষে মোদি ও শির মধ্যে বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলা হয়নি। 

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে পূর্ব লাদাখের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত ও চীন সেনার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গালওয়ান সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। 

এরপর থেকে দুই দেশের সেনাবাহিনীর কর্পস কমান্ডার পর্যায়ের ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে লাদাখের ভারত-চীন সীমান্ত অঞ্চল। এর আগে প্যাংগং লেক এলাকা থেকেও দুই দেশ সেনা প্রত্যাহার করেছিল।

Comments

The Daily Star  | English
BNP call's blockade

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

1h ago