জঙ্গিদের দখলে পাকিস্তানের বান্নু কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট কম্পাউন্ড

জঙ্গিদের দখলে পাকিস্তানের বান্নু কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট
জঙ্গিরা বান্নুতে একটি থানা দখলের পর রাস্তা অবরোধ করে পুলিশ পাহারা দিচ্ছে। ১৯ ডিসেম্বর, ২০২২। ছবি: এএফপি

জঙ্গিরা পাকিস্তানের বান্নু কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডের দখল নিয়েছে। বিষয়টি সমাধানে পাকিস্তান সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনা চলছে। তবে, এ ঘটনার প্রায় ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

আজ সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সিটিডি কম্পাউন্ড দখলে নেয় আটক জঙ্গিরা। পরে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা ও সিটিডি কর্মীদের জিম্মি করে নিরাপদে আফগানিস্তানে যাওয়ার দাবি জানায় তারা।

আজ বান্নুর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, কারণ পুলিশ ও নিরাপত্তা সংস্থা ক্যান্টনমেন্ট এলাকা ঘিরে ফেলেছে এবং ওখানকার বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে। ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটির এক মুখপাত্র বলেছেন, তাদের সদস্যরা সিটিডি কর্মী ও নিরাপত্তা কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে।

তিনি দাবি করেন, আগের এক ভিডিওতে নিরাপদে স্থানান্তরে 'ভুলবশত' আফগানিস্তানের কথা উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, আমরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের সদস্যদের দক্ষিণ বা উত্তর ওয়াজিরিস্তানে স্থানান্তরের কথা বলেছি। তবে, আমরা এখনো কোনো ইতিবাচক সাড়া পাইনি।

এদিকে, খাইবার পাখতুনখায়ার মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেছেন, সেখানকার পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

ডনকে সাইফ বলেন, 'তালেবানদের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ করছি। সারারাত তালেবানের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছি। তবে, এখানো আলোচনা ফলপ্রসূ হয়নি।'

তিনি নিশ্চিত করেন, বান্নু কম্পাউন্ডে জঙ্গিদের হাতে একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত বলেননি।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago