দক্ষিণ এশিয়া

নারী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা: আফগানিস্তানে সহায়তা বন্ধ করবে না জাতিসংঘ

তালেবান সরকার আফগানিস্তানে নারী কর্মীদের বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কাজ করা নিষিদ্ধ করা সত্ত্বেও দেশটিতে সহায়তা কার্যক্রম বন্ধ করবে না বলে জানিয়েছে জাতিসংঘ।
নারী কর্মী নিয়োগ নিষেধাজ্ঞা: আফগানিস্তানে সহায়তা বন্ধ করবে না জাতিসংঘ
প্রতীকী ছবি: রয়টার্স

তালেবান সরকার আফগানিস্তানে নারী কর্মীদের বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কাজ করা নিষিদ্ধ করা সত্ত্বেও দেশটিতে সহায়তা কার্যক্রম বন্ধ করবে না বলে জানিয়েছে জাতিসংঘ।

গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রমিজ আলাকবারভ সাংবাদিকদের বলেছেন, 'স্পষ্ট করে বলতে চাই, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো আফগানিস্তানের জনগণের জীবন রক্ষাকারী পরিষেবা প্রদানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।'

আফগানিস্তানের কট্টর ইসলামপন্থীদের পদক্ষেপকে ''বেপরোয়া এবং বিপজ্জনক' বলে অভিহিত করে জি-৭ একটি বিবৃতি দেওয়ার পর আলাকবারভ বলেন, 'বর্তমানে আফগানিস্তানে মানবিক চাহিদাগুলো 'অত্যন্ত বেশি'।'

'তাই নারীদের অংশগ্রহণ ছাড়া ব্যাপক হারে মানবিক পদক্ষেপ নেওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি না।'

তিনি আরও বলেন, 'আমাদের এখানে থাকা এবং গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো চালিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সাহায্য কখনই শর্তসাপেক্ষ হয় না। আপনি একজন ক্ষুধার্ত অথবা মৃতপ্রায় ব্যক্তিকে খাদ্য বা স্বাস্থ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে শর্ত দিতে পারেন না।'

তিনি বলেন, 'জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং জাতিসংঘের অন্যান্য কর্মকর্তারা দেশটির তালেবান শাসকদের সঙ্গে পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে আফগানিস্তান সফর করবেন। যারা সম্প্রতিকালে বিশ্ববিদ্যালয় থেকেও নারীদের নিষিদ্ধ করেছে।'

 

Comments