সপ্তম পারমাণবিক পরীক্ষা চালালে উ. কোরিয়াকে কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়া

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া যদি সপ্তম পারমাণবিক পরীক্ষা চালায় তবে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সমন্বিত প্রতিক্রিয়া জানাবে।

আজ রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ কথা বলেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ায় জি-২০ শীর্ষ সম্মেলন সফরে ভ্রমণ করেছেন।

সুলিভান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের আরও বলেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের 'সুস্পষ্ট লঙ্ঘন'।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago