আন্দামানে আটকে পড়া ১০০ রোহিঙ্গার অন্তত ১৬ জনের মৃত্যু

রোহিঙ্গা
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকা। ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নৌকায় অন্তত ১০০ রোহিঙ্গা আটকে পড়েছে। ক্ষুধা-তৃষ্ণা ও ডুবে তাদের মধ্যে ১৬ থেকে ২০ জন মারা গেছেন।

আজ বুধবার মিয়ানমারের ২ রোহিঙ্গা মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ভারতীয় জাহাজ গত রাতে নৌকাটির দিকে গিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, 'এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।'

ভারতীয় কোস্ট গার্ডের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া সংবাদ সংস্থাটিকে বলেছেন, 'আমাদের হিসাবে অন্তত ২০ রোহিঙ্গা মারা গেছেন। তাদের অনেকে ক্ষুধা-তৃষ্ণা ও সাগরে ঝাঁপ দিয়ে মারা গেছেন।'

রোহিঙ্গা-বোঝাই নৌকাটি ২ সপ্তাহের বেশি সময় ধরে সাগরে ভাসছে উল্লেখ করে এশিয়া প্যাসিফিক রিফুজি রাইটস নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ বলেছে, 'গত রাতে শুনেছি, কয়েকটি ভারতীয় জাহাজ নৌকাটির দিকে যাচ্ছে।'

গত সপ্তাহে শ্রীলঙ্কার নৌবাহিনী নৌকায় আসা ১০০-র বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে।

২০১৮ সালে প্রায় ৮ লাখ রোহিঙ্গা নিজ দেশ মিয়ানমারের নির্যাতিত হয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন। সেসময় রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও তাদের বাড়ি-ঘরে আগুন দেওয়ার ছবি বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

17m ago