দুর্নীতির মামলায় সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে হেলিকপ্টার ভাড়া এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দুর্নীতির ৫টি অভিযোগে দোষী সাব্যস্ত করে আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা আদালত।
অং সান সু চি। ছবি: রয়টার্স

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে হেলিকপ্টার ভাড়া এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দুর্নীতির ৫টি অভিযোগে দোষী সাব্যস্ত করে আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা আদালত।  

একটি আইনি সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর হাতে বন্দী ৭৭ বছর বয়সী সু চি তার বিরুদ্ধে থাকা প্রতিটি মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে তাকে ঘুষ নেওয়ার মামলায় ৩ বছরের কারাদণ্ড, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মামলায় ৩ বছরের কারাদণ্ড, লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখার মামলায় ৪ বছরের কারাদণ্ড, ভোট জালিয়াতির মামলায় ৩ বছরের কারাদণ্ডসহ আরও কিছু মামলায় কারাদণ্ড দেওয়া হয়।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক আইনি সূত্রটি এএফপিকে আরও জানিয়েছে,  সু চির বিরুদ্ধে থাকা সব মামলার কাজ শেষ হয়ে গেছে। তার বিরুদ্ধে আর নতুন কোনো অভিযোগ নেই।

আদালতে উপস্থিত হওয়ার সময় সু চিকে শারীরিকভাবে সুস্থ দেখা গেছে বলে জানিয়েছে সূত্রটি।  

সু চির মামলায় আদালতের শুনানিতে উপস্থিত হতে সাংবাদিকদের নিষেধ করা হয়েছে। সু চির আইনজীবীদেরও গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা আছে। তার বিচার শুরু হওয়ার পর থেকে তাকে শুধু একবার মিয়ানমারের সরকারি গণমাধ্যমের একটি ছবিতে দেখা গেছে।

 

Comments