দ. কোরিয়ার ব্যাটারি কারখানায় আগুন, অন্তত ১৬ জনের মৃত্যু

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, ‘গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।’
দক্ষিণ কোরিয়ার এই কারখানায় বিস্ফোরণে ১৬ জন মারা গেছেন। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার এই কারখানায় বিস্ফোরণে ১৬ জন মারা গেছেন। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আরও পাঁচ জন নিখোঁজ আছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ব্যাটারি কারখানায় আগুনের সূত্রপাত হয়। ইতোমধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, 'গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।'

তবে কী কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়, সেটা জানাননি কিম।

এর আগে ইয়নহাপ সংবাদ সংস্থা কারখানার ভেতর ২০টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। তবে কিম টেলিভিশনে প্রচারিত ব্রিফিংয়ে জানানা, মৃতের সংখ্যা ১৬। অপর দুই জন গুরুতরভাবে আহত হয়েছেন।

তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা নিখোঁজ পাঁচ ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

Comments