রাজধানীর সবুজবাগে বাড়ির ছাদ থেকে পড়ে ঢামেকের নার্সের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর সবুজবাগে ৪ তলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আতাউল করিম অপু নামে এক নার্সিং কর্মকর্তা মারা গেছেন। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত ছিলেন।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও ২ নম্বর রোডের ১১৯ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফিরোজা পারভিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সবুজবাগে নিজের ৪ তলা বাড়ির ৩ তলায় পরিবার নিয়ে থাকতেন অপু। ভোরে ফজরের নামাজ শেষে ৪ তলার ছাদে উঠেন ব্যায়াম করতে। বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল ছিল। ছাদের পাশে দাড়িয়ে নিচের দিকে দেখার সময় সেখান থেকেই নিচে পড়ে যান তিনি।'

মৃত অপুকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, ভোরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন।

অপুর সহকর্মী এনামুল হাসান জানান, অপুর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায়। তার বাবা মৃত হাবিবুর রহমান। তার স্ত্রী শাহিন আক্তার সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। স্ত্রী ও একমাত্র মেয়ে শুভ্রাকে নিয়ে সবুজবাগের বাসায় থাকতেন অপু। ঢামেক হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক অফিসে দায়িত্বরত ছিলেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য সবুজবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago