ঘোড়াঘাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলগাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হচ্ছে—হিজলগাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আয়াত বাবু (৩) ও ঠান্ডা মিয়ার ছেলে তানভীর ইসলাম (৪)।
স্থানীয়রা জানান, আয়াত ও তানভীর চাচাতো ভাই। আজ সকালে তারা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাদেরকে অনেক পরে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই ওই ২ শিশুর মৃত্যু হয়।'
Comments