প্রাইভেটকারে ভায়াডাক্ট: দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার উত্তরায় ভায়াডাক্ট চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানী ঢাকার উত্তরায় ভায়াডাক্ট চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের ভায়াডাক্টে একটি প্রাইভেটকার চাপা পড়ে।

এরপর এক্সকাভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হয় এবং এরপর প্রাইভেটকারটি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কাউলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া যাচ্ছিলেন। কিন্তু, পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ৫ জন হলেন-হৃদয়ের বাবা মো. ‍রুবেল মিয়া (৬০), রিয়া মনির মা মোছা. ফাহিমা (৩৭), খালা ঝর্ণা বেগম (২৬) এবং খালাতো ভাইবোন  জান্নাতুল (৬) ও মো. জাকারিয়া (৪)। রুবেল মিয়া গাড়িটি চালাচ্ছিলেন।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago