মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: তদন্তে দায়ী গেটম্যান ও মাইক্রোবাসচালক

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে লেভেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কার ঘটনায় গেটম্যান ও মাইক্রোবাসচালক দায়ী বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি।

গতকাল মঙ্গলবার বিকেলে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে জমা দেওয়া ৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রেলওয়ের বিভাগীয় (চট্টগ্রাম) পরিবহন কর্মকর্তা আনসার আলী। তাকে আহ্বায়ক করেই কমিটি গঠন করা হয়েছিল।

আনসার আলী বলেন, 'দুর্ঘটনায় নিহত চালক ও গেটম্যানকে দায়ী করে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। ঘটনার সময় গেটম্যান ব্যারিয়ার ফেলেছিলেন। কিন্তু, কেউ তা তুলে ফেলেছিলেন। তখন গেটম্যান নামাজে থাকায় তা দেখতে পারেননি। সেজন্য তিনি দায়ী। আর মাইক্রোবাসচালক যেখান থেকে আসছিলেন, সেখানে কোনো গাছ-গাছালি ছিল না। ফলে ট্রেন যে আসছে, পরিষ্কারভাবে তা দেখা যাচ্ছিল। এরপরেও চালক গাড়ি থামাননি। ফলে তিনিও দায়ী।'

গত ২৯ জুলাই দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ মাইক্রোবাসে থাকা ১২ জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago