মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চিত্রগ্রাহক জাহিদ

মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চিত্রগ্রাহক জাহিদ হোসাইন। মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে আজ বুধবার সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
জাহিদ হোসাইন। ছবি: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চিত্রগ্রাহক জাহিদ হোসাইন। মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে আজ বুধবার সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টারকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

জাহিদ হোসাইন 'ভালোবাসার কারাগার', 'পেয়িং ঘোস্ট', 'লিলুয়া', 'দ্য লাস্ট হোপ'সহ বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

11h ago