কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত

বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন তানভির মৃধা (২১)। দুদিন বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের মানিকঝুড়ি বাসস্ট্যান্ডে আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন তানভির মৃধা (২১)। দুদিন বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের মানিকঝুড়ি বাসস্ট্যান্ডে আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত তানভির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দাওয়ারাজ গ্রামের মাসুম মৃধার ছেলে। তিনি ভান্ডারিয়া আমান উল্লাহ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরগুনার আমতলী থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, তানভিরসহ কলেজের আট বন্ধু শনিবার সকালে মোটরসাইকেলে কুয়াকাটায় বেড়াতে যান। কুয়াকাটায় দুই দিন কাটিয়ে মঙ্গলবার বাড়ি ফেরার পথে মানিকঝুড়ি বাস স্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন তানভির। ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিনি সেখানেই মারা যান। একই মোটরসাইকেলে থাকা তার বন্ধু তাজরিব গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Comments