দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

রনির অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নন: চিকিৎসক

গাজীপুর পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে, তিনি এখনো শঙ্কামুক্ত নন। আজ মঙ্গলবার রনির ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে।
আবু হেনা রনি। ছবি: সংগৃহীত

গাজীপুর পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে, তিনি এখনো শঙ্কামুক্ত নন। আজ মঙ্গলবার রনির ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয় ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আজ আবু হেনা রনির শরীরের ড্রেসিং করা হয়েছে। এরপরে তাকে আবারও হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। তার অবস্থা অনেকটাই উন্নতির দিকে। গতকাল যে অবস্থা ছিল তার থেকে অনেকটা সেরে উঠেছেন। এই ধারাবাহিকতা থাকলে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।'

তিনি আরও বলেন, 'যদিও এটি আমাদের জন্য সুখবর তবে এখন আমরা তাকে শঙ্কামুক্ত বলতে পারছি না। যেদিন হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে তখনই কেবল শঙ্কামুক্ত বলা যাবে। পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থারও উন্নতি হচ্ছে। তারও ড্রেসিং করা হয়েছে।'

এর আগে, গত শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনি ও আরও ৪ পুলিশ সদস্য। স্থানীয় হাসপাতাল থেকে রনি ও পুলিশ সদস্য জিল্লুরকে নিয়ে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

 

Comments

The Daily Star  | English

Khaleda has to return to jail first if she wants to go abroad for treatment: PM

Prime Minister Sheikh Hasina has said BNP Chairperson Khaleda Zia will have to return to jail again and get permission from the court if she wants to go abroad for treatment.

1h ago