সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

কক্সবাজার জেলা শহরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ২ শ্রমিক মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সঙ্গে থাকা আরেক শ্রমিক।
কক্সবাজারে শিশু আলো হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজার জেলা শহরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ২ শ্রমিক মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সঙ্গে থাকা আরেক শ্রমিক।

আজ রোববার দুপুর ১টায় কক্সবাজার জেলা শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকত পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ২ জন হলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আবুল কাশেম (৪৫) এবং কলাতলী বাইপাস সড়কের জেল গেইট এলাকার নুরুল হুদা (২৪)।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, আজ দুপুরে কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকত পাড়া এলাকায় এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় আবুল কাশেম, নুরুল হুদা ও মোহাম্মদ হাবিবুর রহমান নামের ৩ শ্রমিক অচেতন হয়ে পড়েন।

অন্য শ্রমিকরা তাদের ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেম ও নুরুল হুদাকে মৃত ঘোষণা করেন।

সেলিম উদ্দিন আরও বলেন, 'চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২টি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

Comments