বাড়ি ফিরেছেন রনি

দীর্ঘ ১ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কমেডিয়ান ও কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমান।
সুস্থ হওয়ার পর রনিকে (ডানে) ফুল দিয়ে হাসপাতাল থেকে বিদায় দেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বামে) ও ডা. সামন্ত লাল সেন (মাঝে)। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কমেডিয়ান ও কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমান।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রনি।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ছাড়পত্র তুলে দেন রনি ও জিল্লুরের হাতে।

এ সময় ডা. সামন্ত লাল সেন বলেন, 'তারা আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আমরা খুবই আনন্দিত।'

তিনি বলেন, 'রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন, তখন থেকেই চিকিৎসকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য।'

এ ধরনের দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক থাকতে ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।

চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন আবু হেনা রনি বলেন, 'পোড়া রোগীর কী যে কষ্ট, তা নিজের না পুড়লে বোঝা যাবে না। দেশের প্রতিটি বিভাগে বার্ন ইনস্টিটিউট থাকা উচিৎ। এতে এ ধরনের রোগীদের কষ্ট আরও কমবে। আমাদেরও সচেতন হতে হবে, যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়।'

Comments

The Daily Star  | English

Post-August 5 politics: BNP, Jamaat drifting apart

The taunts and barbs leave little room for doubt that a 33-year courtship has soured. Since the fall of Sheikh Hasina’s government on August 5, BNP and Jamaat-e-Islami leaders have differed in private and in public on various issues, including reforms and election timeframe.

3h ago