বেনাপোল বন্দরে ট্রাকচাপায় ভারতীয় ট্রাকচালক নিহত, আটক ১
বেনাপোল বন্দর এলাকায় বাংলাদেশি রপ্তানি পণ্যবোঝাই ট্রাকচাপায় শ্যাম সুন্দর (৫০) নামে ভারতীয় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল বন্দরের ৫ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্যাম সুন্দরের বাড়ি ভারতের মথুরার আমরালা এলাকায়। তার বাবার নাম তেজি সুন্দর।
পুলিশ জানিয়েছে, শ্যাম সুন্দরকে চাপা দেওয়া ট্রাকটি চালকের সহকারী (হেলপার) চালাচ্ছিলেন। তার নাম শিলন। ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে।
শিলন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ আরও জানান, শ্যাম সুন্দর সকালে বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় ট্রাকচাপায় (কুষ্টিয়া ট/১১-১০৭৪) ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পোর্ট থানার টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে শিলনকে আটক ও ট্রাক জব্দ করে। নিহত ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন কামাল ভূঁইয়া বলেন, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হবে।
Comments