হাজারীবাগে দেয়াল ধসে রিকশাচালক নিহত, যাত্রী আহত

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে দেয়াল একটি ভবনের দেয়াল ধসে এক রিকশাচালক (৫০) নিহত হয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে একটি ভবনের দেয়াল ধসে এক রিকশাচালক (৫০) নিহত হয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন রিকশার যাত্রী সীমা বেগম (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেছেন, আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। দেয়াল ধসের ঘটনায় ১ মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

তিনি আরও জানান, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে আজ মিরপুর, মোহাম্মদপুর, কুর্মিটোলাসহ রাজধানীর অন্তত ১১টি জায়গায় গাছ ভেঙে পড়েছে।

Comments