টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ ও আসামি নিহত
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পেছনে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ৮টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা এবং নারী নির্যাতন মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, নারী নির্যাতন মামলার আসামি লালনের ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে জামালপুর ফেরার পথে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ পুলিশ সদস্য ও মামলার আসামির মৃত্যু হয়। সেসময় আহত হন আরও ২ জন। তাদের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক আজিজুল ইসলাম ও অপরজন মাইক্রোবাসচালক। তারা ২ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ সদস্যদের মরদেহ যার যার
ইউনিটে পাঠানো হবে।
Comments