রাজশাহীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার মদনহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে দুই আরোহী মোহনপুরের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি নওহাটা পৌরসভার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মদনহাটি এলাকায় ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।'
'মরদেহ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।
Comments