ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

নরসিংদী সদর উপজেলার হাজীপুরে ছেলেকে স্কুলে দিয়ে ফিরে আসার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।  
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

নরসিংদী সদর উপজেলার হাজীপুরে ছেলেকে স্কুলে দিয়ে ফিরে আসার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।   

আজ রোববার সকালে হাজীপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

মৃত অঞ্জনা বেগম (২৬) নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের পুরানপাড়া গ্রামের মো. মাইনুদ্দীনের স্ত্রী।

অঞ্জনা বেগমের স্বজনরা ও নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েতুল জাহেদী জানান, আজ সকাল ৯টার দিকে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন অঞ্জনা। পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ইমায়েতুল জাহেদী আরও জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments