গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তারা হলেন মিন্টু (৩২) ও হাসান (৩০)।
এ ঘটনায় আরেক আরোহী ফিরোজ (৩০) গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঠাকুরগাঁও থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) আতাউর রহমান ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে আতাউর রহমান জানান, রাতে আনুমানিক সাড়ে ৮টার দিকে মিন্টু, হাসান ও ফিরোজ একটি মোটরসাইকেলে করে ফাড়াবাড়ী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলেন।কিছুদূর আসার পর ঠাকুরগাঁও –ফাড়াবাড়ী সড়কের স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে । এতে ৩জনই গুরুতর আহত হন ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও হাসানকে মৃত ঘোষণা করেন।
অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় ফিরোজকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
পুলিশ জানায়, কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments