গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনি নিহত
গাইবান্ধার সদর উপজেলায় বাসচাপায় নানি-নাতনি নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় উপজেলার তুলসীঘাট এলাকায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার ছোট বৌলেরপাড়ার আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার ৫ বছর বয়সী নাতনি টিয়া মনি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা তুলসীঘাটের একটি হোটেলে কাজ করেন। সকালে তিনি নাতনিকে নিয়ে এসেছিলেন। ভাপা পিঠার দোকানে যেতে টিয়া রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য দৌড় দেয়। বাস আসতে দেখে নাতনিকে বাঁচাতে সাবিনাও দৌড় দেন। বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চাপা দিয়ে বাসটি গাইবান্ধার উদ্দেশে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মরদেহ দুটি পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাসটি আমরা এখনো শনাক্ত করতে পারিনি। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসটির নাম ছিল 'সকালে আল রিয়াদ'।
Comments