খুলনায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

খুলনার দৌলতপুর মীনাক্ষী মোড়ে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
খুলনা

খুলনার দৌলতপুর মীনাক্ষী মোড়ে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌণে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল পৌনে ১০টার দিকে কনস্টেবল মুসাব্বির মোটরসাইকেল যোগে খুলনার বিল ডাকাতিয়া এলাকার তিকে যাওয়ার সময় দৌলতপুর মীনাক্ষী হলের পাশে দুর্ঘটনার শিকার হন।'

তিনি আরও বলেন, 'ট্রাকচাপায় মুসাব্বির ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজে রাখা আছে।'

Comments