ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক, হেলপার নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন—ট্রাকচালক সিলন মিয়া (৪০) ও হেলপার সাইফুল ইসলাম (২০)। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশআরা গ্রামের বাসিন্দা।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক নিরঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক মো. মোজাফফর রহমান ডেইলি স্টারকে বলেন, 'পঞ্চগড় থেকে পাথর বোঝায় ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি আজ ভোররাত সাড়ে ৩ টার দিকে ঘোড়াঘাট বাজারে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়।'
'এতে হেলপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ট্রাকচালক সিলন মিয়া ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'
উপপরিদর্শক মো. মোজাফফর বলেন, 'হেলপার সাইফুল ইসলামকে চালকের সিটের পাশে চাকার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। চালককে হেলপারের সিট থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা হেলপার ট্রাক চালাচ্ছিলেন। তার হালকা ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।'
'ট্রাক ২টি জব্দ করা হয়েছে। একটি মরদেহ হাসপাতালে অন্যটি থানায় আছে। নিহতদের পরিবারের সদস্যরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে,' যোগ করেন তিনি।
Comments