ধানমণ্ডিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ধানমণ্ডিতে কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।  

কলাবাগান থানার উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ভ্যানটি মিরপুরের দিক থেকে আসছিল। ধানমণ্ডি ৩২ মোড়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী দুজন মারা গেছেন। নিহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।'

ঘটনার পর চালক ও চালকের সহকারী দুজনই পালিয়ে গেছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Chattogram’s garment factories fear fallout from US tariffs

Owners of Chattogram-based readymade garment factories, many of which do business with buyers in the United States, are worried about a US tariff hike to 35 percent set to take effect on August 1.

13h ago